মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক নিবার্হী ম্যাজিস্ট্র্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান এ দন্ডাদেশ দেন। মাদক ব্যবসায়ী মস্তু মিয়ার ছেলে মোঃ জিল্লুর রহমান (২৪) ও লিয়াকত আলীর ছেলে মোঃ গাজী মিয়াকে (৩৫) ৬ মাসের এবং ঝারু মিয়ার ছেলে মোঃ রতন মিয়াকে (৩০) ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জের সহযোগিতায় তাদেরকে গাজাঁ ও মাদক দ্রব্যসহ মাধবপুর ও নোয়াপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়।