নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রধান সড়ক থানার মোড় থেকে ওয়ান বাই ওয়ান রোডের আরসিসি ডালাই কাজের উদ্বোধন করা হয়।
সোমবার(২৩ অক্টোবর) সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া উক্ত কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,শায়েস্তগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন,কাউন্সিলর খাইরুল আলম,তাহির মিয়া খাঁন ও মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লা,পৌরসভার সচিব,পৌর ইঞ্জিনিয়ার সহ আরো অনেকে।
উল্লেখ্য, মেয়র মোঃ ছালেক মিয়া বলেন ধাপে ধাপে এই শায়েস্তগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তরিত করবো।