কামরুজ্জামান আল রিয়াদ ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের দিঘিরপাড় নামকস্থান থেকে রিতা বেগম আকলিমা (১৮) নামে যুবতীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দিঘিরপাড়স্থ গ্রামীণফোনের টাওয়ারের নিচে টিনসেডের ঝপড়ি ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রিতার বাবা মৃত মুখলেছ মিয়া।
স্থানীয় সূত্র জানায়, রিতার স্থানীয় ঠিকানা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কাচারীকান্দি গ্রামে। গত ১৫ বছর আগ থেকে শায়েস্তাগঞ্জে বসবাস। এই সুবাধে
মা জাহানারা জানায়, জনৈক সুমন মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বছর খানেক আগে বিয়ে হয়।
স্বামীর সংসারে ১/২মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে। রিতা চলে আসে বাবার বাসায়। তারপর স্থানীয় জনৈক শিপন নামে যুবকের সঙ্গে আবার প্রেমের সম্পর্ক হয়। এরমধ্যেই আরো ২/৩টি বিয়ে হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার এসআই দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।