নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল থেকে মোবাইল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয়রা।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এঘনাটি ঘটে।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের হারিছ মিয়ার স্ত্রী নাজমা খাতুন (২৫) ও একই গ্রামের সনু মিয়ার মেয়ে সুফিয়া বেগম (১৫)।
জানাযায়,সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন চোর চক্রের দুই সদস্য।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের আটক করে সদর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
সদর হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. মনির হোসেন দৈনিক শায়েস্তাগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেন ।