এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
২৫ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবু তাহের, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী, শিক্ষা অফিসার মো: শামছুল হক, উপজেলা মহিলা কর্মকর্তা ফাহমিদা
ইয়াসমিন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মিরাশী ইউপি চেয়ারম্যান মো: রমিজ উদ্দিন, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সাধারন সম্পাদক ও মহিলা মেম্বার শিরিন আক্তার,মোছা: সায়েরা খাতুন, সেফুল আক্তার, কাজী রিমন ও উজ্জল প্রমূখ।
শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সফিউল ইসলাম সাফি। পরে অতিথিবৃন্দ সদর ইউনিয়ন ও মিরাশী ইউনিয়নের ৪০ জন গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও ছাতা বিতরন করেন। বক্তাগন নারী উন্নয়ন ফোরামকে শক্তিশালী করতে সকল ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতি সহযোগীতা কামনা করেন।