শংকর শীল,চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ পাহাড়ি ঘেষা এলাকা এই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা। এ উপজেলাতে কুয়াশা ও শীত বেশি।
কার্তিক মাসের শুরুতেই শীতের আগমনী বার্তা শুরু হয়ে যায়। কিন্তু এবার শীতের আগমন বার্তা একটু দেরিতে হলেও হঠাৎ করে বৃহস্পতিবার রাত থেকে শীত ও ঘন কুয়াশায় ঢেকে যায় উপজেলার বিভিন্ন স্হান। শুক্রবার সকালে যানবাহন গুলো হেডলাইন জ্বালিয়ে সড়কে চলাচল করতে দেখা গেছে।
হঠাৎ করে ঘন কুয়াশা ও শীতের আগমন কিছুটা হলেও বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। প্রস্তুতি ছাড়াই তাদের কাজের সন্ধানে বের হতে হয়েছে। ফজরের সময় মুসল্লি ও স্কুল – কলেজগামী শিক্ষার্থীদেরও ভোরের ঠান্ডায় কষ্টের মধ্যে পড়তে হয়েছে। শীত কেবল শুধু। এরপর দিনদিন শীত ও কুয়াশা আরো বাড়বে। সিএনজি চালক মোঃ নুরুল হক জানিয়েছেন, প্রচন্ড কুয়াশা এবং ঠান্ডায় সিএনজি চালাতে কষ্ট হয়।
প্রস্তুতি না থাকায় শরীরের হাল্কা পোশাক নিয়েই বেরিয়েছিলাম। বাধ্য হয়ে বাসায় গিয়ে শীতের কাপড় নিয়ে আসি।