চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জর চুনারুঘাট থানায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় পৌর শহরে এক র্যালী বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও অফিসার ইনজার্জ কে এম আজমিরুজ্জামান এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়রাম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মাধবপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার রাজু আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত সনজু চৌধুরী, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, রানীগাও ইউপি চেয়ারম্যান নুরুল মুনিম চৌধুরী ফারুক, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারী প্রনয় পাল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনসহ বিভিন্ন ইউনিটের সভাপতিবৃন্দ।
এতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির কয়েক হাজার সদস্য অংশ নেয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।