বাহুবল প্রতিনিধি ॥ “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে বাহুবলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুর ১২টায় বাহুবল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা, ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার মোঃ জহিরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শামীনুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা প্রকৌশলী মনিরুল হক, শিক্ষা কর্মকর্তা নূর মোঃ রুহুল ছগীর, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, ইংল্যান্ড প্রবাসী হিফজুর রহমান আবু বক্কর, বাহুবল মডেল থানার সাব-ইন্সপেক্টর সোহেল মাহমুদ। বক্তব্য রাখেন প্রভাষক ইয়াকুত আলী, স্বপ্না রাণী বর্মা, মোছাঃ রাশেদা বেগম, মোঃ ফিরোজ মিয়া, ফারুল মিয়া, তারেক আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামিম আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা আলা উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা হারুনুর রশিদ, ফজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রেডিট সুপারভাইজার মাওলানা আব্দুল করিম, গীতা পাঠ করেন অফিস সহকারি রতন কুমার আচার্য্য।
অনুষ্ঠানে বেকার যুবক-যুবতীদের মাঝে যুব ঋণ বিতরণ, বায়োগ্যাস প্লানটেশন স্থাপনের জন্য ভূর্তুকী ও ঋণ বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।