খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাটে দুই কেজি গাজাঁসহ রতন তাঁতী (১৯) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার আমু চা-বাগানের ছোট বাবু সুভাষ তাতীর ছেলে।
গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে পৌরসভার মধ্যবাজার থেকে আটক করা হয়।
জানা যায়, ওইদিন চুনারুঘাট থানার এসআই আতিকুল আলম খন্দকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মধ্যবাজারের অভিযান চালায়। এসময় চা-বাগানের বাসিন্দা রতন তাতী একটি স্কুল ব্যাগে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরে পুলিশ তল্লাশী করে দুই কেজি গাজাঁসহ তাকে আটক করে।
এ ব্যাপারে পুলিশ জানায় সম্প্রতি চা-বাগানে বসবাসরত কিছু শ্রমিক গাজাঁ ব্যবসায় জড়িত। তাদের প্রায়ই বিভিন্ন কৌশলের গাজাঁ পাচার করে আসছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বলেন-মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।