হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহর থেকে ৬০ লিটার চোলাই মদসহ নিরঞ্জন দাস (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিরঞ্জন দাস বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের ধনেশ্বর দাসের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই মদসহ নিরঞ্জনকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মির্জা মাহমুদুল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।