চাঁদ আমার হাতে একটু আলো দিবি?
প্রিয়াকে দেবো।
আমি যে ওকে ভালবাসি,
যেমনি করে তুই পৃথিবীকে ভালবাসিস।
কতো খুশি হবে ভেবে দেখ?
তাছাড়া ওর হাসি তোর মতোই.
তুই যেমন অসীম আকাশের প্রিয়া,
তেমনি ও আমার নিশীপ্রিয়া।
ভালবাসি বলেই এতো ইচ্ছা।
কতো আশা এই ছোট মনে,
আর কিছু চাইনা তোর কাছে,
শুধু একটু আলো.
তাও প্রিয়ার জন্য।
তোর পবিত্র আলোর পরশে যদি,
ওর মনটা একটু আলোকিত হয়,
হয়তো ও আমাকে আবার ভালবাসবে।