নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ ॥ রাজনৈতিক অস্থিরতার সুযোগে এক শ্রেণীর চোরাকারবারীরা ভারত সীমান্ত দিয়ে চোরাই মোটর সাইকেল এনে হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে স্বল্পমূল্যে বিক্রি করছে। আর এসব মোটর সাইকেল কিনে মানুষ বিপদে পড়ছে।
শুক্রবার বিকেলে সদর এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ থানার মোড়ে চেকপোষ্ট বসিয়ে চোরাই মোটর সাইকেল ও কাগজপত্র বিহীন সাইকেলের বিরুদ্ধে তল্লাশী শুরু করে।
এসময় ২০টি মোটর সাইকেল আটক করা হয় এবং দুটি মামলা দেয়া হয়। অনেক মোটর সাইকেল আরোহীরা কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে।
এব্যাপারে এসআই মিজান জানান, কাগজপত্র যাচাই করে মোটর সাইকেল ছেড়ে দেয়া হয়েছে। দুটি আটক আছে।