আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার জয়েন উদ্দিন জানান, ১৭ নভেম্বর রাত ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবিকে সঙ্গে নিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকা ১৯৭৩ মেইন পিলারের নিকট ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালান চিমটিবিল ক্যাম্পের হাবিলদার আফজাল হোসেন।
এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার সীজার মূল্য ৪২ হাজার টাকা হলেও বাজার মূল্য লক্ষ টাকার উপরে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত গাঁজার আইনি প্রক্রিয়া চলছিল।