বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) শতকরা ৬ জন এবং ইবতেদায়ী সমাপনী (ইইসি) পরীক্ষায় শতরা ১৯ ভাগ শিক্ষার্থী অনুষ্ঠিত রয়েছে। গতকাল রোববার থেকে সারাদেশের ন্যায় উপজেলার ২০টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহিদ জানান, উপজেলার ১৩৬ টি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩ হাজার ৬০৭ জন নিবন্ধিত শিক্ষার্থীর মাঝে ২১০ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৫.৮২%। এছাড়া ৭ টি মাদ্রাসা থেকে এবতেদায়ী সমাপনী পরীক্ষার জন্য মোট ২১৯ জন নিবন্ধিত শিক্ষার্থীর মাঝে ৪২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। অনুপস্থিতির হার ১৯.১৭%। তিনি আরও জানান, উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ১৬ টি কেন্দ্রে ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ৪ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।