নিজস্ব প্রতিনিধি :হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে জুয়েল মিয়া (২৬) নামে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সে সদর উপজেলার বাতাশর গ্রামের আব্দুল গনির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাতাশর গ্রামের আব্দুল গনির ছেলে জুয়েল মিয়া ভালবেসে এক বছর পূর্বে বিয়ে করেন পাশ্ববর্তী রতনপুর গ্রামের ভিংরাজ মিয়ার কন্যা রূপা বেগম (১৯) কে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই চলছিল। সম্প্রতি রূপা একই গ্রামের উবায়দুর মিয়ার সাথে পরকিয়ার জড়িয়ে পড়ে। বিষয়টি স্বামী জুয়েল মিয়া জানতে পেরে তার স্ত্রী রূপালীকে পিত্রালয়ে তাড়িয়ে দেয়। পরে গ্রাম্য সালিশে স্ত্রীকে তালাক দেয়া হলে ৬০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়। এদিকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে তার শ্বশুরবাড়ি পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় জুয়েল মিয়াকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তবে তার জামায় রক্তমাখা ছিল। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাতেই সদর মডেল থানার এসআই সফিকুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় রাতে তার শ্বশুরবাড়ি থেকে ৮জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- জুয়েল মিয়ার স্ত্রী রূপালী আক্তার (১৯), শ্বাশুড়ি স্বরূপা খাতুন (৪৫), নূরে আলম (১৮), কবির আহমেদ (৪৫), এনামুল হক (৩৫), শহদিুল হক (২৬), মোঃ বাবুল মিয়া (৪০) ও ছবু মিয়া (২৬)।