এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ছাত্রলীগ নেতার জানাজা সম্পুর্ন হয়েছে।এতে হাজার হাজার মুসল্লীর ঢল নামে।
শুক্রবার সকাল ১১টায় পুরাসুন্দা প্রাইমারী স্কুল প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজায় অংশগ্রহনে অনেকেই বক্তব্য রাখেন বক্তব্য বলেন, আমাদের কাছের মানুষ-ময়না তালুকদার মুন্না,মন্নান তালুকদার ও সোহেল মিয়া অল্প বয়সে একটি সড়ক দুর্ঘটনায় মৃতু বরণ করেছে।আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে না ফেরার দেশে সকলের চোখে পানি,এই কান্নার শব্দগুলো মনে হচ্ছে শ্লোগান।সাধারন মানুষ আজ আকুল হয়ে সৃষ্টিকর্তার কাছে তাদের রূহের আত্মার মাঘফেরাত কামনা করছেন।
জানাজার নামাজ শেষ করে হাজার হাজার মুসল্লীদের অংশগ্রহনে মুনাজাত করা হয় মহান রাব্বুল আলামীন যেন তাদেরকে মানুষের ভালোবাসা দোয়ায় যেন জান্নাতবাসী করেন।জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি রেল গেইট নামকস্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়।