এম এস জিলানী অাখনজী,চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ইকরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি অা: মান্নান চৌধুরীর সভাপতিত্বে অাব্দুল অাই প্রিন্স ও অা: মালেক চৌধুরীর যৌত পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য
এডভোকেট মাহবুব অালী। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান অাবু তাহের, বিজ্ঞ পিপি এম. অাকবর হোসেন জিতু, অাহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান অালহাজ্ব অাবেদ হাসনাত চৌধুরী সনজু, গাজীপুর ইউপি চেয়ারম্যান মাও: তাজুল ইসলাম, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান অালহাজ্ব অা: লতিফ, উপজেলা যুবলীগ সভাপতি লুৎপুর চৌধুরী, সাধারন সম্পাদক কে.এম অানোয়ার হোসেন, অামুরোড হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: অালাউদ্দিন, গাজীপুর ইউপি অাওয়ামীলীগ সভাপতি হুমায়ূন কবীর, চন্দ্র মল্লিকা স্কুলের সভাপতি ওসমান গনি কাজল, প্রধান শিক্ষক বাবুনব কুমার সিংহ, ইউপি সদস্য মানিক মেম্বার, অাবুতাহের মেম্বার, যুবলীগ নেতা শাহীন চৌধুরী, রফিক, চঞ্চল, জামিল, সুহেল, সুবেল,
বাচ্চু, নুর অালম, রোকন, শুভ, পারভেজ প্রমুখ।