রফিকুল হাসান চৌধুরী তুহিন॥ সরকারের মহতী উদ্যোগের অংশ হিসেবে রবিবার হবিগঞ্জের প্রতিবন্দ্বিদের মাঝে হুইল চেয়ার ও থ্রাই সাইকেল বিতরন করা হয়।
সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধি সেবা ও সাহিত্য কেন্দ্র হবিগঞ্জ সদরের মাধ্যমে ওইসব সামগ্রী বিতরন উপলক্ষে এদিন সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়স্থ নিমতলা থেকে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। এতে অংশ নেন, জেলা প্রশাসক মনীষ চাকমা সহ সংশ্লিস্ট কার্যালয় ও কেন্দ্রের কর্মকর্তা এবং প্রতিবন্ধিগণ।
পরে জেলা প্রশাসক সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাঈম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ এম এ রব, সাবেক উপাধ্যক্ষ মোঃ আব্দুজ জাহের সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
পরবর্তীতে সভা কক্ষের সম্মুখস্থ বারান্দায় জেলা প্রশাসক মনীষ চাকমার হাতে তিন প্রতিবন্ধীর মাঝে সরকার প্রদত্ত লক্ষাধিক টাকা মূল্যের ২ টি হুইল চেয়ার ও ১ টি থ্রাই সাইকেল বিতরন করা হয়। তবে সরকারের এই মহতী উদ্যোগ প্রচারের জন্য ২/৩ জন ছাড়া হবিগঞ্জের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের একটি বড় অংশকে অবহিত না করায় জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানের স্বজ্বনপ্রীতিকে উন্নয়ন-সফলতার খবর জনগনের নিকট পৌছে দেয়ার ক্ষেত্রে চরম বাঁধা হিসেবেই মনে করে তীব্র ক্ষোভ প্রকাশ অকসাৎ উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষনিক ক্ষোভ প্রকাশ করেন।