চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২৪ হাজার টাকা জালনোট সহ তিন পাচারকারী কে আটক করেছেন পুলিশ। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে.এম. আজমিরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানিয়েছেন, ৪ ডিসেম্বর সোমবার রাত ১০ টার দিকে পাচারকারীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন – গোপেশ ভৌমিক (৪০) হবিগঞ্জ সদর উপজেলার গঙ্গাচরণ ভৌমিক এর পুত্র , বানিয়াচং উপজেলার আবু মিয়ার পুত্র মুহিদ মিয়া (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আঃ ছুব্বান মিয়ার পুত্র সুহেব আলী (৪০)।
তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, উপজেলার শাকিরমোহাম্মদপুর এলাকার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জালনোট পাচারের সময় আমাদের থানার এস আই আতিকুল আলম ও এএসআই কমল রায় এর নেতৃত্বে একদলপুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে পাচার কারীদের আটক করেছেন। এবং আটককৃতদের নিকট থেকে ২৪ হাজার টাকা জালনোট জব্দ করা হয়েছে। ৫ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২.৩০ মিঃ সময়ে আটককৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।