রফিকুল হাসান চৌধুরী তুহিন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ফিরে॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধিকার কর্মসূচীর আওতায় সরকারের সাফল্য-অর্জন, উন্নয়ন-ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সমূহ ও ভিশন ২০২১’র লক্ষ্য অর্জন সমূহ এবং সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ জনগনের মাঝে ছড়িয়ে দিতে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের উপজেলা চুনারুঘাটের পল্লী ৮নং সাটিয়াজুরীতে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ৭ মার্চের ভাষন মাইকে প্রচার শুরু হলে এবং তা শুনতে পেরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে অগ্রহায়ন মাসে ধান কাটার মৌসুমে ধান তোলার কাজ ফেলে রেখেই সংশ্লিষ্ট ইউনিয়নের দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসক মনীষ চাকমার সার্বিক তত্বাবধান ও জেলা তথ্য অফিস আয়োজিত সমাবেশে বিভিন্ন বয়সী শত শত মহিলা সমাবেশ স্থলে ছুটে আসেন। এসময় সংশ্লিস্ট স্থল ভরে যায় কানায় কানায়। উপস্থিতির দিক থেকে পুরুষরাও ছিল না পিছিয়ে। এতে সভাপতিত্ব করেন, সংশ্লিস্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ।
দৈনিক দেশ জমিন সম্পাদক মোঃ আলমগীর খান সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিন, সংশ্লিস্ট উপজেলা শিক্ষা অফিসার হাসান মোঃ জুনায়েদ, সংশ্লিস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবি আক্তার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী সুজন সহ সংশ্লিস্ট এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে ডিজিটাল বাংলাদেশ গড়ায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন, সাফল্য ভাবনা সহ অগ্রাধিকারপূর্ণ নানা গুরুত্বপূর্ণ কর্মসূচী গুলো মহিলাদের সম্মুখে তুলে ধরলে সকলেই তাতে সমর্থন জানিয়ে এ ধরনের উদ্যোগ দেশ ও তাদের জন্য অত্যন্ত পাথেয় বলে সমর্থন জানান।