মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ জনসাধারণের সর্বোচ্চ সেবা নিশ্চিতকরণেঃ হবিগঞ্জ পুলিশ বিভাগ একটি প্রশংসনীয় উদ্যো গ্রহন করেছে । পুলিশের সকল কর্মকান্ড ঘরে বসেই জানার লক্ষ্যে একটি তথ্য বহুল নিজস্ব ওয়েব সাইড চালো করেছেন তারা।
তাছাড়া মানুষের নানান হয়রাণির লাঘব ও সার্বক্ষণিক সেবা প্রদানে সহায়ক ভুমিকা রাখবে এটি। বৃহস্প্রতিবার বিকেলে পুলিশ সুপার সভাকক্ষে এর আনুষ্টিানিক উদ্ভোধন করেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম। জেলা উপজেলাওয়ারী পুলিশের সকল কর্মকর্তাসহ হবিগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পুলিশ সুপার বিধান ত্রিপুরা উপস্থিত সাংবাদিকদের জানান, উক্ত ওয়েব সাইডে পুলিশের সকল কর্মকান্ডসহ পুলিশ কিভাবে সাধারণ মানুষের দোরগোরায় সেবা পৌছে দেয়ার বিষয়ে তথ্য জানতে পারবেন লোকজন। তাছাড়া থানায় জিডি এন্টি’র বিষয় ও পাসপোর্ট তৈরীর ক্ষেত্রে পুলিশ ভেরিভিশন সম্পর্কে নানা তথ্য জানা যাবে উক্ত ওয়েব সাইড থেকে। তিনি আরও জানান, কোন এলাকার দুর্নীতিবাজ, জঙ্গী,সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধির তথ্য যে কেউ উক্ত ওয়েবসাইডের মাধ্যমে পুলিশকে অবহিত করা যাবে, এ ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন নিশ্চিত করা হবে।