চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে এক কাঠ ব্যবসায়ীকে মারধর করে নগদ ৫০ হাজার ৩শত টাকাসহ সর্বসম্বল লুট করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী চক্র। আহত কাঠ ব্যবসায়ী সহ ২জনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত শনিবার রাত অনুমান ১০টার দিকে উপজেলার পূর্ব পাকুড়িয়া গ্রামের কাঠ ব্যবসায়ী মোঃ সিরাজ মিয়া (৬৫) ও তার সঙ্গী লিয়াকত মিয়া (৪২) বাড়ীতে যাওয়ার পথে চুনারুঘাট রাণীগাঁও সড়কের খোয়াই ব্রীজের পূর্ব পার্শ্বে যাওয়া মাত্রই পূর্ব থেকে উৎ পেতে থাকা ৫/৬ জনের একদল স্বসস্ত্র ছিনতাইকারী দল সিরাজ মিয়ার গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার ৩’শ টাকা ও ১টি মোবাইল সেট নিতে চাইলে সিরাজ মিয়া তা দিতে অনীহা প্রকাশ করলে ছিনতাইকারী চক্ররা সিরাজ মিয়ার বাম গাল ও বাম হাতে রামদা দিয়ে আঘাত করে এবং তার সঙ্গী লিয়াকত আলীকেও এলোপাতারী হামলা করে উল্লেখিত নগদ টাকাসহ মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় তাদের সুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় সিরাজ মিয়া (৬৫) ও লিয়াকত মিয়া (৪২) কে এলাকাবাসী উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন।