আজিজুল হক নাসিরঃ চুনারুঘাটে উপজেলার গুটিবাড়ী নামক স্থানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি৫৫ ব্যাটলিয়নের কমান্ডার ল্যাঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, ১০ ডিসেম্বর রাত আটটা পনের মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবিকে নিয়ে অভিযান চালান বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুস সবুর।
এ সময় বিজিবির আঁচ পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ৩৫ বোতল ওসি ব্লু, ২৫ বোতল ম্যাক-দোয়েল, ৪বোতল হোয়াইট ব্লু, ২ বোতল ক্যাসলপ্রাইড ও ১ বোতল রয়েল স্টেজ মোট ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।যার সিজার মূল্য ১ লক্ষ ৫০০টাকা। এ রিপোর্ট লিখা পর্যন্ত আটককৃত মাদকের আইনির প্রক্রিয়া চলছিল।