মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

এমপি আবু জাহিরের প্রস্তাবে শেখ হাসিনার নামে নামমকরণ হবিগঞ্জ মেডিকেল কলেজের

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার হবিগঞ্জবাসীর একে একে সকল দাবি বাস্তবায়ন করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে হবিগঞ্জ এ জেলায়। কিন্তু দেশের অন্যান্য এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাসহ জাতির পিতার পরিবারের সদস্যদের নামে অনেক স্থাপনা এবং প্রতিষ্ঠান থাকলেও হবিগঞ্জে ছিল না তাদের নামে কোনো প্রতিষ্ঠান। অবশষে হবিগঞ্জবাসীর বহু কাক্সিক্ষত স্বপ্নের মেডিকেল কলেজটির নামককরণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।

হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এর প্রস্তাবে এই নামকরণ করা হয়েছে। ফলে হবিগঞ্জবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কিছুটা হলেও প্রতিদান দেয়া সম্ভব হয়েছে বলে দাবি করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট্ মোঃ আবু জাহির এমপি।

এমপি আবু জাহির আরো বলেন, তিনি হবিগঞ্জ মেডিকেল কলেজটির নাম শেখ হাসিনা মেডিকেল কলেজ নামে নামকরণ করার জন্য একটি ডিও লেটার স্বাস্থমন্ত্রী বরাবর প্রেরণ করেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বরাবরে অনুমোদনের জন্য ডিও লেটারটি প্রেরণ করে। পরবর্তীতে ২৯ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত। উক্ত সভায় হবিগঞ্জ মেডিকেল কলেজটির নাম শেখ হাসিনা মেডিকেল কলেজে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করা হয়। এর অনুলিপি এডভোকেট মোঃ আবু জাহির এমপিকে দেওয়া হয়।

এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকার মানানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি হবিগঞ্জে শুধু মেডিকেল কলেজ স্থাপন করেন নাই, শায়েস্তাগঞ্জকে উপজেলা, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালকে আড়াইশ’ শয্যায় উন্নীতকরণ, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম নির্মাণ, সরকারি বৃন্দাবন কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু, ১০ তলা বিশিষ্ট জুডিসিয়াল ভবন নির্মাণ এবং বলভদ্র সেতু চালুকরণসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পাদন করা হয়েছে।

ফলে হবিগঞ্জবাসী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে জেলাবাসীর পক্ষ থেকে আমি জননেত্রী শেখ হাসিনার নামে মেডিকেল কলেজের নামকরণের প্রস্তাব করি। তিনি আরো বলেন, হবিগঞ্জবাসী বার বার জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ হিসাবে শেখ হাসিনার কাছে প্রতিষ্ঠিত করেছে। ফলে হবিগঞ্জবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি কোনো দাবি উত্থাপন করে সেই দাবি প্রধানমন্ত্রী অগ্রাহ্য করেন না। এর প্রমাণ হলো উপরোল্লিখিত উন্নয়নমূলক কাজ। প্রধানমন্ত্রীর কাছে উত্থাপিত সকল দাবি বাস্তবায়ন হয়েছে। অচিরেই আরেকটি বড় দাবি হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রণয়ন করা হয়েছে।

২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে আওয়ামী লীগের বিশাল জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি জনগনের পক্ষে হবিগঞ্জে মেডিক্যাল কলেজ, কৃষি বিশ্ববিদ্যায়, শায়েস্তাগঞ্জকে উপজেলা ও বাল্লা স্থলবন্দর আধুনিকায়ন করার দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবির পরিপ্রেক্ষিতে একটি মেডিকেল কলেজ, একটি কৃষি বিশ্ববিদ্যালয়, শায়েস্তাগঞ্জকে উপজেলা ও বাল্লা স্থলবন্দরকে আধুনিকায়নের ঘোষণা দেন।

দুই মাসের মাঝেই ২০১৫ সালের ১২ জানুয়ারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহমুদা আক্তার ২৪/(১০) স্মারকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেন হবিগঞ্জ মেডিকেল কলেজে। ঘোষনার অল্প সময়ের মাঝে প্রশাসনিক অনুমোদন পাওয়ায় হবিগঞ্জবাসী নতুন আশায় বুক বাধেন। প্রশাসনিক অনুমোদনের পর জেলা প্রশাসকের উদ্যোগে সর্বস্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক সভায় হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে নির্ধারণ করা হয়। পাশাপাশি হোস্টেল করার জন্য নির্ধারণ করা হয় পুরাতন হাসপাতালের পাশের একটি জায়গাকে। এর কিছুদিন পর মন্ত্রণালয় থেকে একজন যুগ্মসচিবের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল হবিগঞ্জে এসে অস্থায়ী ক্যাম্পাস ও সার্বিক অবস্থা পরিদর্শন করেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঢাকায় এক অনুষ্ঠানে হবিগঞ্জ মেডিকেল কলেজ চালুর কথা ঘোষণা করেন। কিন্তু প্রশাসনিক অনুমোদ পাওয়ার পরও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কোন উদ্যোগ নেয়া হয়নি। পরে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য আবারও উদ্যোগ নেয়া হয়। অস্থায়ী ক্যাম্পাস নির্ধারন করা হয়েছিল নির্মানাধিন ২৫০ শয্যা ভবনকে। সহযোগী অধ্যাপক ডা. আবু সফিয়ানকে নিয়োগ করা হয় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ওই শিক্ষাবর্ষেও শিক্ষার্থী ভর্তি করা হয়নি।

হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির বিষয়টি বারবার সংসদের উত্থাপন করতে থাকেন। অবশেষে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে ৭ জন শিক্ষকও পদায়ন করা হয়েছে এই মেডিকেল কলেজে। ছাত্রীদের জন্য হোস্টেল নির্ধারণ করা হয়েছে হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালকে। ছাত্রদের জন্য অনন্তপুর এলাকায় একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে। জেলা সদর আধুনিক হাসপাতালের আড়াইশ শয্যার ভবনে ১০ জানুয়ারী থেকে শেখ হাসিনা সরকারি মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রমের উদ্বোধন করবেন এমপি আবু জাহির। ইতোমধ্যে আউটসোসিংয়ের মাধ্যমে জনবল নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

হবিগঞ্জ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবু সফিয়ান জানান, ডাঃ আবু সুফিয়ান জানান, হবিগঞ্জ জেলার মেডিকেল কলেজটি প্রধানমন্ত্রীর নামে নামকরণ হওয়া যতার্থ হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ-লাখাই সড়কের আনন্দপুর মৌজায় ৩০ একর জমি শেখ হাসিনা মেডিকেল কলেজের নামে অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। শীঘ্রই অধীগ্রহণেল চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। পরবর্তীতে অধিগ্রহণের টাকা পরিশোধসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য হাজার কোটি টাকার প্রকল্প সেখানে বাস্তবায়ন হবে। ক্যাম্পাসসহ সকল অবকাঠামো সেখানে নির্মাণ করা হবে।

এদিকে হবিগঞ্জবাসীর স্বপ্নের মেডিকেল কলেজটি শেখ হাসিনা মেডিকেল কলেজে নামককরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন এমপি আবু জাহির।
উল্লেখ্য, ২০১২ সালে রশিদপুরে প্রধানমন্ত্রীর সভায় এমপি আবু জাহির বৃন্দাবনে অনার্স মাস্টার্স, বলভদ্র নদীর ব্রীজ, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত এবং বিকেজি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়কে ডাবল শিফট, সাবেক অর্থমন্ত্র শাহ এএমএস কিবরিয়া হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান। সেই সভায় ও আবু জাহির এমপির সকল প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্র“তি দিয়েছিলেন এবং তা বাস্তবায়িত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!