নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির ব্যবস্থাপনায় ও যুক্তরাস্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইন্ক এর পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসক ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে।
রাববার বিকেলে জালাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে লীগের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সফিউল আলমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, লেডিস ক্লাবের সভানেত্রী মিতা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, বিভৎসু চক্রবর্তী বিভু, সফিকুজ্জামান হিরাজ, আবুল কালাম ও হুমায়ন কবির চৌধুরী শাহেদ।
অনুষ্ঠানের শুরতেই জাতীয় সঙ্গীতের সাথে প্রধান অতিথি জাতীয় পতাকা এবং অংশ গ্রহণ কারী ১৬টি দলের অধিনায়ক ও ম্যানেজার দলীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানের শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও বাড্স কিন্ডার গার্টেন আকর্ষনীয় ডিসপ্লে পরিবেশন করে।