প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি‘র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্জ্ব জি কে গউছ ও পৌর যুবদলের আহবায়ক শফিকুর রহমান সিতু, চুনারুঘাট উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, বানিয়াচং উপজেলা যুবদল নেতা সালাহ উদ্দিন ফারুক, শায়েস্থাগঞ্জ যুবদল নেতা ফারুক মিয়া, জালাল মিয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজলের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভা মাঠ প্রাঙ্গণে এসে এক পথ সভায় মিলিত হয়। অজিজুর রহমান কাজল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত হরতাল-অবরোধ কর্মসূচী সফল করার জন্য আহবান জানান ও সকল রাজবন্দিদের অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।