চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কালাপুর শাহজালাল আজিজিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় জেডিসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে।
প্রতি বছরের ন্যায় মাদ্রাসাটির ছাত্র-ছাত্রীরা দাখিল, জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ সাফল্য ও উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে আসছে। উল্লেখ্য যে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি ২০০৩ ইং সনে উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নস্থ কালাপুর গ্রামের শেখ মোঃ সিরাজ উদ্দিন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।