মোঃ রহমত আলী ॥ শিক্ষার আলোয় আলোকিত প্রত্যেক শিক্ষার্থীই সম্ভাবনা। তাই শিক্ষাবান্ধব বর্তমান সরকারের সাফল্যের আরেক ধাপ বই উৎসব। নতুন বছরে প্রথম দিনেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে দেয়া হবে বিনা মূল্যে নতুন বই । ২০১৮ শিক্ষাবর্ষের পহেলা দিনেই প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে চলবে এ বই উৎসব। পাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে প্রতিটি শিক্ষার্থীর হাতে তোলে দেয়া হবে নতুন পাঠ্য পুস্তক । আনন্দ উৎসহ উদ্দীপনায় স্বপ্নে বিভোর হয়ে নতুন বই হাতে নিয়ে আজ বাড়ি ফিরবে শিক্ষার্থীরা।
হবিগঞ্জ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে জানাযায়, জেলায় ৬ লাখ ১৫ হাজার ৮শ ৯৯ শিক্ষার্থীকে ৫০ লাখ ৬৭হাজার ১৪৪ টি পাঠ্যবই বিনা মূল্যে প্রদান করা হবে।
এর মধ্যে প্রাথমিক স্তরে ৩লাখ ৪৫হাজার ৫শ ৭৬জন, ইবতেদায়ীতে ২৯ হাজার ৬১১জন ও মাধ্যমিক ২লাখ ৪০ হাজার ৭শ ১১জন শিক্ষার্থী ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্ম কর্তা মোঃ নূর ইসলাম জানান, প্রাথমি বিদ্যালয় কিন্ডার গার্টেন,আনন্দ স্কুলসহ প্রাথমিক পর্যায়ের ১হাজর ৫শ ৭টি শিক্ষা প্রতিষ্টানে ১৭ লাখ ৭০হাজার ৯০টি পাঠ্যপুস্তক ৩লাখ ৪৫হাজার ৫শ ৭৬ জন শিক্ষার্থীর হাতে তোলে দেয়া হবে।
মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে জানাযায়, ২০১৮ সালে জেলার মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী ও মাদ্রাসার ২লাখ ৭০ হাজার ৩শ ২২ জন শিক্ষার্থীকে ৩৪লাখ ৭৯ হাজর পাঠ্য পুস্তক বিনা মূল্যে তাদের হাতে তোলে দেয়া হবে। হাজার ২শ ৯১টি নতুন বই দেয়া হবে।