আব্দুর রাজ্জাক রাজুঃ সারাদেশের ন্যায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়েছে।
গতকাল সোমবার বছরের প্রথম দিনে উৎসবের আমেজ বিরাজ করছিল উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে ।সকাল ৮ থেকে বিকাল ৫টা পর্যন্ত চুনারুঘাটের শিক্ষাবান্ধব উপজেলা চেয়ারম্যান মো.আবু তাহের যথাক্রমে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বই উৎসব এর শুভ উদ্বোধন করেন।প্রথমেই চুনারুঘাট উপজেলা পরিষদের ভিতরে শিশু নিকেতন কিন্ডারগার্ডেন, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব মোজাফ্ফর উদ্দিন উচ্চ বিদ্যালয়,অগ্রনী উচ্চ বিদ্যালয় ও তার প্রতিষ্ঠিত তাহের – শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন।
এসময় তার সাথে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া,৩নং দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুন্নাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাস ও ওয়াহেদ আলী মাষ্টার, উপজেলা আওয়ামীলিগের বন ও পরিবেশ সম্পাদক মুজিবুর রহমান স্বপন,প্রধান শিক্ষক বাবু সত্যন্দ্র চন্দ্র দেবনাথ,আঃ রহিম,উপজেলা যুবলীগ নেতা তাজুল ইসলাম,চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি মো.আব্দুর রাজ্জাক রাজু ও ওয়াহিদুল ইসলাম সুমন।