চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি” নতুন বছরের প্রথম দিনে চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামে ডি.সি.পি উচ্চ বিদ্যালয়েরর পাশে একটি তথ্য প্রযুক্তিভিত্তিক সৃজনশীল শিক্ষা প্রতিষ্টান “গ্রীন মডেল স্কুল” এর শুভ উদ্বোধন করেন চুনারুঘাট-মাধবপুর আসনের এমপি এ্যাডভোকেট মাহবুব আলী। তিনি সোমবার দুপুর ১২টায় এ স্কুলের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন গ্রীন মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। প্রধান অতিথির বক্তৃতায় এমপি মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌছিয়ে দিতে। দেশের সর্বস্তরের মানুষ যাতে শিক্ষা অর্জন করতে পারে, তাই নতুন বছরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছেন।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, ডি.সি.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, গ্রীন মডেল স্কুলের অধ্যক্ষ ক্ষিতীশ চন্দ্র দাস, গ্রীন মডেল স্কুলের ম্যানিজিং কমিটির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, সাবেক মেম্বার মোঃ আকছির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মানিক সরকার, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মানিক মিয়া, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, স্কুলের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান রুবেল, সাহি খান, গ্রীন মডেল স্কুলের শিক্ষিকা পারভীন বেগম, ফয়সল আহমেদ, উম্মে কাশেম ইমু, জুলি চৌধুরী ও নিপা প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন এমপি এডভোকেট মাহবুব আলীসহ অতিথিবৃন্দ।