সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের অলিপুর প্রাণ কোম্পানীর এক মহিলা শ্রমিককে ধর্ষণের চেষ্টা মামলা করায় হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে জানা যায়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের নছরতপুর গ্রামের মৃত আবু মিয়ার কন্যা এক সন্তানের জননী ফারজানা আক্তার টুনি,স্বামী মোঃ আবুল কালাম কে নিয়ে অলিপুর গ্রামের জয়নাল মিয়ার ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন যাবত অবস্থান করে প্রাণ কোম্পানীতে চাকুরী করছে ফারজানা আক্তার টুনি। একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির মৃত মনতাজ উদ্দিনের পুত্র আব্দুলাল আল মামুন (৩০) দীর্ঘ দিন যাবত টুনিকে বিভিন্ন কু-দৃষ্টিতে কু-প্রস্তাব দিতে থাকলে টুনি মান সম্মানের ভয়ে স্বামীকে না জানিয়ে ভাড়া বাসার মালিক জয়নাল মিয়া, আসামীর মা ও তার ভাইকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু টুনি স্বামী আবুল কালাম প্রায় সময় হবিগঞ্জ শহরে কর্মস্থলে ব্যস্ত থাকেন।
আব্দুল্লা আল মামুন এর মা ও ভাইকে বিষয়টি জানানোর ফলে ক্ষিপ্ত হয়ে গত ১৯ শে ফেব্রুয়ারি বিকাল ৩টায় মামুন ভাড়াটিয়া বসত প্রবেশ করে ফারাজানা আক্তার টুনিকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্ঠা চালায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় মুরুব্বীরা এনিয়ে সালিশ বিচারের চেষ্ঠা করে ও আসামী মামুন উপস্থিত না থাকায় সালিশ সম্ভব হয়নি।
উক্ত অভিযোগ নিয়ে শায়েস্তাগঞ্জ থানায় ঘটনার দিন মামলা করিতে গেলে পুলিশ বিজ্ঞ আদালতে মামলা করার পরামর্শ দেন। ফলে বাধ্য হয়ে অসহায় ওই মহিলা হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালে গত ২৩ শে ফেব্রুয়ারি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে আসামী আব্দুলাহ আল মামুন ওই মহিলাকে হুমকি দিচ্ছে। ফলে অসহায় ফারজানা আক্তার টুনির পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।