মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে ৫০ বোতল ফেনসিডিল সহ দুই নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ জানুয়ারী) বেলা ১টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের সামাদ মিয়ার স্রী মোরর্শদা (৩৭) ও একই গ্রামের আবুল কাশেমের স্ত্রী জুলেখা বেগম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মাহবুবুর রহমান অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের দেহ সাথে থাকা ব্যাগ ও টিফিন বক্স তল্লাশী করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।