চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: জাতীয়করণসহ নানা দাবীতে চুনারুঘাট উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন।
রোববার (১৪ জানুয়ারী) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে শিক্ষকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, সেক্রেটাি আঃ সামাদ মাষ্টার, অধ্যক্ষ রফিকুল ইসলাম. প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, আব্দুল মতিন, পংকজ নাহা, মোঃ ফরিদ মিয়া, আঃ মালেক, অধ্যক্ষ আলাউদ্দিন, প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয়গুলো সরকারী করণের দাবী জানান।