আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার সীমানাত ফাঁড়ী বাল্লা ক্যাম্পে এলাকার হত-দরীদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে বিজিবি৫৫ ব্যাটলিয়ন।
১৩ জানুয়ারি বিকাল চারটায় ক্যাম্পের কমান্ডার সুবেদার আঃ আজিজ এলাকার জনপ্রতিনিধি ও সংবাদ কর্মীদের নিয়ে হত-দরীদ্রদের মাঝে কম্বল, টুপি, চাদর, জ্যাকেট সহ আরো কয়েক জাতের শীত বস্ত্র তুলে দেন। এর আগে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় এক নং গাজীপুর ইউনিয়নের মাঝ থেকে শীতার্ত হত-দরীদ্রদের বাছাই করে তালিকা তৈরী করেন।
এ মর্মে বিজিবি৫৫ ব্যাটলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, চলতি মৌসুমে অতিরিক্ত শীতে হত-দরীদ্রদের পাশে দাঁড়াতেই এ সামান্য উদ্যোগ গ্রহন করেন তিনি। ইতিমধ্যে আরো কয়েকটি ক্যাম্পে তিনি নিজে উপস্থিত থেকে হত-দরীদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করেছেন তিনি।