মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কমলপুর ও চৈতন্যপুর এলাকা থেকে দেড় লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- সোমবার দুপুরে বিজিবি মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির নায়েক সুবেদার মেজবাহ উদ্দিনের নেতৃত্বে বিজিবি টহল দল চৌহমুনী ইউনিয়নের চৈতন্যপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
যার মূল্য প্রায় ৭২ হাজার টাকা।
অপরদিকে রাত ৭টার দিকে হরিণখোলা বিওপির নায়েক সুবেদার সিরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল কমলপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
যার মূল্য প্রায় ৭৭ হাজার টাকা।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
লেঃ কর্ণেল সাজ্জাদ সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকা মাদকমুক্ত করতে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে।