স্টাফ রিপোর্টার॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে অবস্থিত সরকারী শিশু পরিবারের ১শ এতিম শিশুর মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল।
বুধবার দুপুরে প্রধান অতিথি হিসাবে এই শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। ক্লাব প্রেসিডেন্ট শরীফ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ্ক্লাবের সদস্যবৃন্দ ্এবং সরকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি ও শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক তজম্মুল হক।