নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে রাসেল মিয়া (২২) নামে এক নকল কীটনাশক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার (২১ জানুয়ারী) রাত ৯টায় লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুর রহমান এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল চুনারুঘাট উপজেলার উত্তর গোড়ামী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
ইউএনও ওবায়দুর রহমান জানান, বিকেলে রাসেল বাসুদেব কীটনাশকের প্যাকেটের অনুকরণে তৈরী রাসুদেব লেখা প্যাকেট এবং ফোরাডন কীটনাশকের অনুকরণে তৈরি ফোরাডান কীটনাশকের প্যাকেট ভর্তি ১০টি কার্টুন নিয়ে লাখাইয়ের বুল্লা বাজারে পাইকারি বিক্রি করতে আসেন।
খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান তাকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।