নিজস্ব প্রতিবেদক : মাধবপুর উপজেলায় এক হাজার ১৩৬ সিএফটি চোরাই কাঠ জব্দ করেছে বন বিভাগ।
রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা থেকে সোমবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার সুরমা ও বৈকণ্ঠপুর চা বাগান থেকে এই কাঠ জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রঘুনন্দন রেঞ্জের সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন। এ সময় মাধবপুর থানা পুলিশ সঙ্গে ছিল।
আব্দুল্লাহ আল মামুন জানান, পাচারকারীরা বন থেকে আকাশমনি ও মেন্ডিয়াম জাতের কাঠ কেটে পাচার করছিল। খবর পেয়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এক হাজার ১৩৬ সিএফটি চোরাই কাঠ জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে গেছে। জব্দকৃত কাঠের মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।