চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৯ ডাকাতকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-৩ (র্যাব)।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার নতুন বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল উপজেলার শ্রীকুটা গ্রামের আব্দুল মুতালিবের ছেলে আব্দুল মমিন (১৮), মধ্য নরপতি গ্রামের আইয়ূব আলীর ছেলে হাবিবুর রহমান হৃদয় (১৯), মমিনপুর গ্রামের শামীম মিয়ার ছেলে শাহেল মিয়া (২০), একই গ্রামের সৈয়দ নবাব উল্লার ছেলে সৈয়দ শিপন মিয়া (২২), একই গ্রামের আইয়ূব আলীর ছেলে ফজল মিয়া (২০), রাণীগাঁও গ্রামের গাবরু মিয়ার ছেলে সাজন মিয়া (২০),কাচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজর আলী বাটন (২৪),দক্ষিণ নরপতি গ্রামের নোমান মিয়ার ছেলে আরমান মিয়া (১৯),রাণীগাঁও গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এনামূল হক (২৫)।
এ সময় ডাকাতদের সাথে র্যাবের গুলি বিনিময় হয়। র্যাবের গুলিতে মোঃ আরমান মিয়া, সৈয়দ শিপন ও এনামূল হক গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।