নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে ভোক্তা অধিকার অধিকার আইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য রাখা, মূল্য তালিকা না রেখে খাদ্যপন্য অতিরিক্ত দামে বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে রাখা, ঔষধের নির্ধারীত মূল্য কাটাসহ বিভিন্ন অপরাধে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার সদর উপজেলার বানিজ্য মেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জরিমানা কৃত প্রতিষ্ঠানগুলো হল মিষ্টি কিং এন্ড কোংকে ( বানিজ্য মেলা) ১ হাজার টাকা, আইয়ুব আলী রেস্তোরাকে (পুরাতন পৌরসভা রোড) ২ হাজার টাকা, মেসার্স সনৎ মেডিকেল হলকে (বেবী ষ্ট্যান্ড), ২ হাজার টাকা এবং পপুলার ফার্মেসীকে (বেবী ষ্ট্যান্ড) ৪ হাজার টাকা।
এ ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন সদর মডেল থানার একদল পুলিশ ফোর্স।