আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের সুবেদার আঃ সবুর জানান, ২৫ জানুয়ারি রাত সাড়ে নয়টায় বিজিবির নিজস্ব সংবাদ দাতা ও সিভিল সংবাদ দাতার যৌথ সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে উপজেলার ৩৫ নং আমু চা বাগান নামক স্থানে অভিযান চালায় একদল বিজিবি। এ সময় বিজিবির আঁচ পেয়ে বহনকারীরা পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ৫৩ বোতল ম্যাকদোয়েল ও ৪৬ বোতল ওসি ব্লু মোট ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার সীজার মূল্য ১৪৮৫২০টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মাদকের আইনি প্রক্রিয়া চলছিল।