স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসাসে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের এই দিনটি হবিগঞ্জবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। কারণ এই দিনে হবিগঞ্জ তথা বাংলাদেশের গর্ব সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে বৈদ্যের বাজারে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়েছিল। যে নেতার মাধ্যম হবিগঞ্জ সারা বাংলাদেশ তথা বিশ্বে পরিচিতি অর্জন করেছিল সেই নেতাকে হত্যার মাধ্যমে হবিগঞ্জকে কলঙ্কিত করেছিল দুস্কৃতিকারীরা। যারা কিবরিয়া হত্যার সাথে জড়িত তারা কোনোদিন দেশের ভাল চায়নি। তারা সমাজের অত্যন্ত ঘৃণিত ব্যক্তি। ওই হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান তিনি।
এ সময় বক্তারা বলেন, শাহ এএমএস কিবরিয়া ছিলেন অত্যন্ত ভদ্র একজন রাজনৈতিক নেতা। তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করা হয়েছে। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। হত্যার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকটে আব্দুল আহাদ ফারুক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী এমএ মোত্তালিব, হাজী সফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনু মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ শিবলু মিয়া, বিকাশ রায়, মোঃ মানিক মিয়া, মোঃ তৈয়ব আলী প্রমুখ।
এছাড়াও নবগঠিত ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তেঘরিয়া ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।