চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হিন্দধর্মালম্বীদের ঐহিত্যবাহী বাসুদেব বাড়ীর উৎসব ৬দিন ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ সোমবার রাতে সম্পন্ন হয়েছে।
দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ এবং রাতে মহাযজ্ঞের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে এ উৎসবের শুরু হয়।
এতে দেশ বিদেশের সনাতন ধর্মীয় বিশারদ ও নাট্যদল অংশ নেয়। উৎসবের প্রথম ৩ দিন ধর্মীয় আলোচনায় ভারতীয় বিভিন্ন বক্তাগণ আলোচনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী ও অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান। উৎসবের ৩য় দিন রাতে শ্রীমঙ্গলের নাট্যদলের কৃষ্ণকাহন মঞ্চস্ত হয়। এটি সকলের নজর কাড়ে। শেষের ৩দিন অনুষ্ঠিত হয় লীলা কীর্তন। এতে দেশের বিভিন্ন এলাকার কীর্তনীয় দল অংশ নেয়। এতে ২০ থেকে ২৫ হাজার সনাতন ধর্মালম্বীদের আগমন ঘটে বলে ধারনা করা হচ্ছে।