মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষার ১ম দিনে মাধবপুরে ৫ কেন্দ্রের মধ্যে ৪ কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থী অনুপুস্থিত রয়েছে।
উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য ১টি মাদ্রাসাসহ ৫টি কেন্দ্র রয়েছে। কেন্দ্র সচিবদের কাছ থেকে পাওয়া তথ্য জানা যায় ১ম দিনে ৫টি কেন্দ্রে ৩ হাজার ২ শত ৭১জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। একমাত্র গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সকল পরীক্ষার্থী উপস্থিত।
মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৬৮জন পরীক্ষার্থীর মধ্যে আউলিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের ৩জন ছাত্র, জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২১৫জন পরীক্ষার্থীর মধ্যে ০৪জন, চৌমুহনী খুরশিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাহেব নগর উচ্চ বিদ্যালয়ের ২ এবং মনতলা উচ্চ বিদ্যালয়ের ১জন, ইটাখোলা সিনিয়র দাখিল মাদ্রাসায় ৩১০জন পরীক্ষার্থীর মাঝে ২জনসহ মোট ১২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান-পরীক্ষার্থীদের অনুপস্থিতির সঠিক কারন এখন বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকসহ অনুপস্থিত থাকার বিষয়ে খোজ খবর নেওয়া হচ্ছে।