চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শত-শত শিক্ষার্থী ও অবিভাবক দেরকে নিয়ে অনুষ্টিত হয় আন্ত: ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।
এ উপলক্ষে (১ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় সহকারী শিক্ষক সুমন কান্তি দেবরায় ও ছায়েদ মাহমুদ মুবিনের যৌত পরিচালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এডঃ এম আকবর হোসেন জিতু, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, রাণীরকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, আমুরোড বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব দুলাল আহমেদ দুলন প্রমূখ।
এছাড়াও আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষীকাবৃন্দ ও এলাকার সর্বস্থরের ঘন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতির সমাপনি আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।