আজিজুল হক নাসিরঃ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের সদস্যরা।
বিজিবি৫৫ ব্যাটলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, ০৫ ফেব্রুয়ারি বেলা ২: ৩০ মিনিটে বিজিবির নিজস্ব সংবাদ দাতার সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মিরনগর টিএনসি ব্রিক ফিল্ড এর দক্ষিণ পার্শ্বে খালের পাড় নামক স্থানে একদল বিজিবিকে নিয়ে টহল পরিচালনা করেন বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল বিওপির কমান্ডার নাঃ সুবেদার মোঃ লোকমান হেকিম।
এ সময় বিজিবির আঁচ পেয়ে বহনকারীরা পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ১৫৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। উদ্ধারকৃত গাঁজার মূল্য- পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশত ষাট টাকা।এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মাদকদ্রব্যের আইনী কার্যক্রম এর প্রক্রিয়া চলছিল।