আজিজুল হক নাসিরঃ শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামে অবস্থিত মফিজ উদ্দীন চৌধুরী দাখিল মাদ্রাসার ৪ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
গত ২৫শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা। এর ফলাফল প্রকাশ হয় গত ১০ই ফেব্রুয়ারি। এতে মফিজ উদ্দীন চৌধুরী দাখিল মাদরাসা ১টি ট্যালেন্টপুল ও ৩টি সাধারন বৃত্তি অর্জন করে সফলতার স্বাক্ষর রাখে। প্রকাশিত ফলাফলে অত্র মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র তাছিরুল হক সমাপ্ত ট্যালেন্টপুল, ৬ষ্ট শ্রেণির সাদিয়া আক্তার কলি, ৮ম শ্রেণির শিহাব চৌধুরী ও নাঈমা আক্তার সাধারন বৃত্তি অর্জন করে। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত তাছিরুল হকের পিতা চুনারুঘাট সরকারী কলেজের প্রধান সহকারী জনাব এহতেশামুল হক (কুতুব) বলেন, প্রতিষ্ঠানের শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফলে এ সফলতা অর্জন হয়েছে।
এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যৎ এ প্রতিষ্ঠনটি দেশের শীর্ষ প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে। অত্র মাদ্রাসার সুপার মাওলানা কাউছার আহমদ এ সফলতায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। পরিক্ষা কেন্দ্র সচিব মাওলানা আবুল কাশেম আল-আবেদী বলেন, দেশব্যাপী অনুষ্ঠিত বৃহৎ এ পাবলিক বৃত্তি পরীক্ষায় লক্ষাধিক ছাত্র-ছাত্রীরা অংশ করেছে।
হবিগঞ্জ জেলার শীর্ষ ফলাফল অর্জন করেছে। পরীক্ষা পরিচালনায় সকল সহযোগীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিজনেজ এ্যাওয়ার্ড প্রাপ্ত যুক্তরাজ্য প্রবাসি মামুন চৌধুরী। বরাবরই প্রতিষ্ঠানটি বোর্ড পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরিক্ষায় সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।