আজিজুল হক নাসিরঃ বিজিবি৫৫ ব্যাটলিয়ন চুনারুঘাট উপজেলাস্থ রেমা বিওপির নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বেলা ১১ এ ভবনের উদ্বোধন করেন বিজিবি৫৫ ব্যাটলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার ওসি তদন্ত আশরাফুল আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খাঁন, বাল্লা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আঃ আজিজ, রেমা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম, ভবনটি নির্মানকারী প্রতিষ্ঠান আলম এন্টারপ্রাইজের কর্ণধার শামসুল আলম, হাবিলদার নুরুল ইসলাম, ওয়ার্ড মেম্বার সুনিল দেব নাথ, আঃ সহিদ, ছালেক আহমেদ, সাংবাদিক ফারুক আল মুসা প্রমূখ।
এ সময় উপস্থিত অতিথিদের নিয়ে উক্ত বিওপিতে কয়েকটি ফলের চারাও রোপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধিনায়ক আছাদুদ জামান চৌধুরী সাংবাদিকের জানান, এ ভবন গুলো নির্মাণের ফলে পার্শ্ববর্তী দেশের দুষ্কৃতিকারীদের অবাদে বিচরণ করতো বন্ধ হবে। বিজিবির তৎপরতা আরো বাড়বে।পর্যটকদেরও সুবিধা হবে। তিনি ক্যাম্পের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন।
পরে অধিনায়ক আছাদুদ জামান চৌধুরী সীমান্ত পিলার সহ আশপাশের কুটিনাটি পরিদর্শন করেন।