এস এইচ টিটু : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামক স্থানে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকামুখী বালু বুঝাই একটি ট্রাক সুরাবই নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী ঢাকা-মেট্রো-গ-৩৭-৩৮-৯৪ একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারের চালক মামুন ঘটনাস্থলেই মারা যান। পরে প্রাইভেটকারের আরোহী মাসুদ আলীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
নিহতরা হলেন- সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা প্রাইভেটকাররের চালক মামুন ও আরোহী মাসুদ আলী।তবে মাসুদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই কমল সরকার দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, নিহত মামুনের বাড়িতে খবর দেয়া হয়েছে। আর অন্যজনের পকেটে একটি টোবাকো কোম্পানির পরিচয়পত্র পাওয়া গেছে।তাতে শুধু তার নাম মাসুদ আলী লেখা রয়েছে। ওই ছবির সঙ্গে তার চেহারা এখনও মিলিয়ে দেখা সম্ভব হয়নি। তার প্রকৃত পরিচয় জানার জন্য ওই টোবাকো কোম্পানিতে খবর দেয়া হয়েছে।