পরিবারের সুখের জন্য আর টাকার জন্য পৃথিবীর অপর প্রান্তে হয়েছি পরবাসী.ছোট ছোট ভালবাসা,মা-বাবা ভাইবোনের,বন্দুর মায়া -মমতা ফেলে আসা দেশের টানে,বাংলা মাটি বাংলা জল ,এই পরবাসে শুরুতে বিষাদে ভরে থাকত মন.যুগ পেরিয়ে আজ মন পরে থাকে অর্থের খুঁজে.কত দিন ,কত রাত্রী ,কত মাস .কত বছর হারিয়ে গেল অর্থের পিছনে ছুটতে গিয়ে.টাকা ,সুখ বিলাসিতা সবই আছে প্রবাসে তবু পি্রয় দেশকে মনে পরে বারে বারে
হে পি্রয় প্রবাসী ভাইয়েরা এই আবৃত্তি ভিডিওটি সেই সমস্ত প্রবাসী ভাইয়েদের জন্য যাদের কত বসন্ত চলে গেল তবু যাওয়া হয়নি পি্রয় দেশ আর মা ও মাটির কাছে.শত ব্যস্তার মাঝে এ ফিরে যেতে মন চায় পি্রয় বাংলা মা মাটির কাছে
লেখক ,রিয়াজ